নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে প্রাইভেট কারকে মামলা দেওয়ার জেরে এক নারী সার্জেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মা–মেয়েকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে মোহাম্মদপুর থানা–পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাজমহল রোডে ঘটনাটি ঘটে। আজ বুধবার ওই নারী সার্জেন্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
হামলার শিকার ওই সার্জেন্টের নাম হাসিনা খাতুন। তিনি বলেন, ‘গতকাল দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিয়া মসজিদ ক্রসিং এলাকায় ডিউটি করছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে তাজমহল রোডে রং পার্কিং করা দুটি প্রাইভেটকারকে সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৮৭ ধারায় প্রতিবন্ধকতার মামলা দেওয়া হয়। কিছুক্ষণ পর ঢাকা মেট্রো-গ-৪২-১৩০১ নম্বরের মালিক গাড়িতে কেন ৫ হাজার টাকার মামলা দিয়েছি সে বিষয়ে আমার কাছে জানতে চান। পরে আমি তাঁকে বডি ওয়ার্ন ক্যামেরা থেকে রং পার্কিংয়ের ভিডিও দেখিয়ে বুঝিয়ে বলি। কিন্তু তিনি উত্তেজিত হয়ে ‘কেন তুই আমার গাড়িতে মামলা দিলি’ এ কথা বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে পুলিশ বক্স থেকে বেরিয়ে যান।’
হাসিনা খাতুন বলেন, ‘কিছুক্ষণ পর তাঁর মেয়ে আমার কাছে ভিডিও দেখতে চান। আমি তাঁকেও ভিডিও দেখাই এবং বুঝিয়ে বলি। কিন্তু তাঁরা সে বিষয়টি গুরুত্ব না দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন এবং মা–মেয়েসহ আমাকে কিল, ঘুষি, চড়থাপ্পড় মারতে থাকেন। আমার মুখ শরীরে বিভিন্ন জায়গায় খামচি দিয়ে জখম করেন। তাঁরা আমার ওয়াকিটকি, বডি ওয়ার্ন ক্যামেরা রাস্তায় ছুড়ে ফেলে দেন এবং আমার গলায় থাকা স্বর্ণের চেইন রাস্তায় ছুড়ে ফেলে দেন। সেটি এখনো পাওয়া যায়নি। পরে আমার সঙ্গে ডিউটিরত দুই কনস্টেবল এসে তাঁদেরকে শান্ত করার চেষ্টা করেন। তাঁরা তাঁদের ওপরও চড়াও হন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘পরে ঘটনাস্থলে থানা–পুলিশ আসে। থানা–পুলিশ আসার পর তাঁদের ওপরও চড়াও হন মা–মেয়ে। একপর্যায়ে তাঁদের আটক করে নিয়ে যায় মোহাম্মদপুর থানা–পুলিশ।’
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় সার্জেন্ট হাসিনা রং পার্কিং করায় একটি প্রাইভেট কারকে মামলা দেন। পরে প্রাইভেট কারের মালিক এসে ওই সার্জেন্টকে গালিগালাজ করেন এবং এবং মারপিট করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মা–মেয়েকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় সার্জেন্ট হাসিনা খাতুন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। আজ ওই মামলায় তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এ দিকে এই ঘটনায় আসামি মেয়ের বাবা বলেন, ‘আমরা বর্তমানে আদালতে আছি। উল্টো তাঁরা আমার মেয়ে ও স্ত্রীকে পুলিশ বক্সে নিয়ে মারপিট করেছে। আমাদের মামলা করার কথা। কিন্তু তাঁরাই আমাদের বিরুদ্ধে মামলা করেছেন।’
রাজধানীর মোহাম্মদপুরে প্রাইভেট কারকে মামলা দেওয়ার জেরে এক নারী সার্জেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মা–মেয়েকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে মোহাম্মদপুর থানা–পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাজমহল রোডে ঘটনাটি ঘটে। আজ বুধবার ওই নারী সার্জেন্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
হামলার শিকার ওই সার্জেন্টের নাম হাসিনা খাতুন। তিনি বলেন, ‘গতকাল দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিয়া মসজিদ ক্রসিং এলাকায় ডিউটি করছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে তাজমহল রোডে রং পার্কিং করা দুটি প্রাইভেটকারকে সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৮৭ ধারায় প্রতিবন্ধকতার মামলা দেওয়া হয়। কিছুক্ষণ পর ঢাকা মেট্রো-গ-৪২-১৩০১ নম্বরের মালিক গাড়িতে কেন ৫ হাজার টাকার মামলা দিয়েছি সে বিষয়ে আমার কাছে জানতে চান। পরে আমি তাঁকে বডি ওয়ার্ন ক্যামেরা থেকে রং পার্কিংয়ের ভিডিও দেখিয়ে বুঝিয়ে বলি। কিন্তু তিনি উত্তেজিত হয়ে ‘কেন তুই আমার গাড়িতে মামলা দিলি’ এ কথা বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে পুলিশ বক্স থেকে বেরিয়ে যান।’
হাসিনা খাতুন বলেন, ‘কিছুক্ষণ পর তাঁর মেয়ে আমার কাছে ভিডিও দেখতে চান। আমি তাঁকেও ভিডিও দেখাই এবং বুঝিয়ে বলি। কিন্তু তাঁরা সে বিষয়টি গুরুত্ব না দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন এবং মা–মেয়েসহ আমাকে কিল, ঘুষি, চড়থাপ্পড় মারতে থাকেন। আমার মুখ শরীরে বিভিন্ন জায়গায় খামচি দিয়ে জখম করেন। তাঁরা আমার ওয়াকিটকি, বডি ওয়ার্ন ক্যামেরা রাস্তায় ছুড়ে ফেলে দেন এবং আমার গলায় থাকা স্বর্ণের চেইন রাস্তায় ছুড়ে ফেলে দেন। সেটি এখনো পাওয়া যায়নি। পরে আমার সঙ্গে ডিউটিরত দুই কনস্টেবল এসে তাঁদেরকে শান্ত করার চেষ্টা করেন। তাঁরা তাঁদের ওপরও চড়াও হন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘পরে ঘটনাস্থলে থানা–পুলিশ আসে। থানা–পুলিশ আসার পর তাঁদের ওপরও চড়াও হন মা–মেয়ে। একপর্যায়ে তাঁদের আটক করে নিয়ে যায় মোহাম্মদপুর থানা–পুলিশ।’
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় সার্জেন্ট হাসিনা রং পার্কিং করায় একটি প্রাইভেট কারকে মামলা দেন। পরে প্রাইভেট কারের মালিক এসে ওই সার্জেন্টকে গালিগালাজ করেন এবং এবং মারপিট করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মা–মেয়েকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় সার্জেন্ট হাসিনা খাতুন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। আজ ওই মামলায় তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এ দিকে এই ঘটনায় আসামি মেয়ের বাবা বলেন, ‘আমরা বর্তমানে আদালতে আছি। উল্টো তাঁরা আমার মেয়ে ও স্ত্রীকে পুলিশ বক্সে নিয়ে মারপিট করেছে। আমাদের মামলা করার কথা। কিন্তু তাঁরাই আমাদের বিরুদ্ধে মামলা করেছেন।’
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২১ ঘণ্টা আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৪ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪