Ajker Patrika

ঘিওরে কবরস্থান থেকে এক রাতে ৯ কঙ্কাল চুরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪: ১৯
ঘিওরে কবরস্থান থেকে এক রাতে ৯ কঙ্কাল চুরি

মানিকগঞ্জের ঘিওরে কবরস্থান থেকে ৯টি মরদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে মরদেহগুলো চুরি করে নিয়ে যায়। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলণ্ডী গ্রামের জান্নাতুল বাকি কবরস্থানে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর ধুলণ্ডী গ্রামের বাসিন্দা কবরস্থান কমিটির কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন কবরস্থান পরিষ্কার করতে যান। এ সময় তিনি দেখেন কয়েকটি কবর খোঁড়া। ওই সব কবর থেকে মরদেহের কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে একটি মরদেহ পুরোপুরি পচে না যাওয়ায় কিছু অংশ ফেলে রেখে গেছে। তৎক্ষণাৎ বিষয়টি ওই কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সম্পাদককে জানান কোষাধ্যক্ষ। 

পরে পুলিশে খবর দিলে আজ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী, ঘিওর উপজেলা কমিশনার ভূমি মো. মোহসেন উদ্দিন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়াল খানসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হন। 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও স্বজনেরা শঙ্কায় রয়েছেন। 

এক রাতে কবর খুঁড়ে ৯টি মরদেহের কঙ্কাল চুরি করেছেন দুর্বৃত্তরাএ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আকতার হোসেন খান বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরি হওয়ার ঘটনা নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।’

স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, ২০১৬ সালে বড় ধুলণ্ডী গ্রামে কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়। চুরি যাওয়া ৯টি মরদেহ দুই মাস থেকে পাঁচ বছরের মধ্যে দাফন করা হয়েছিল। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘কঙ্কাল চুরির বিষয়টি শোনার পর ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত