প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মো. কাওছার আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ তাঁকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
আজ দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম দৌলতদিয়া ঘাটে যানজট নিরসনে কর্মরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক সার্জেন্ট শাহীন আলম জানতে পারেন একটি পিকআপ ভ্যানে করে মাদক ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে সেখানে অভিযান পরিচালনা করার নির্দেশ পান।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক বিভাগের এ. টি. আই ও ট্রাফিকসহ সার্জেন্ট শাহীন আলম সাড়ে ১০টার দিকে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে একটি নেভি নীল রঙের পিকআপ ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার চেষ্টাকালে থামতে বলা হয়। পুলিশ দেখে চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনগণের সামনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপের সিটের পেছনে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন। উপস্থিত সকলের সামনে পিকাপের সিটের পেছন থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিকআপ সহ ১৯৬ বোতল ফেনসিডিল আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে মাদক ও আলামতসহ গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
রাজবাড়ীর গোয়ালন্দে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মো. কাওছার আলী (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ তাঁকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
আজ দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম দৌলতদিয়া ঘাটে যানজট নিরসনে কর্মরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক সার্জেন্ট শাহীন আলম জানতে পারেন একটি পিকআপ ভ্যানে করে মাদক ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে সেখানে অভিযান পরিচালনা করার নির্দেশ পান।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক বিভাগের এ. টি. আই ও ট্রাফিকসহ সার্জেন্ট শাহীন আলম সাড়ে ১০টার দিকে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে একটি নেভি নীল রঙের পিকআপ ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার চেষ্টাকালে থামতে বলা হয়। পুলিশ দেখে চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনগণের সামনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপের সিটের পেছনে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন। উপস্থিত সকলের সামনে পিকাপের সিটের পেছন থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিকআপ সহ ১৯৬ বোতল ফেনসিডিল আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে মাদক ও আলামতসহ গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫