Ajker Patrika

সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেপ্তার 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬: ২১
সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেপ্তার 

সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী ব্রিজের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বীর হাতকোড়া গ্রামের রব্বানী বেপারী (৪১), একই জেলার শাজাহাদপুর উপজেলার বড় চানতারা গ্রামের মো. সুমন (৩২), পাবনা জেলার সুজানগর উপজেলার ধৌলাই গ্রামের শাহীন খন্দকার (৩৮), সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পয়লা গ্রামের মো. সাইফুল ইসলাম (৪৫)। 

সাটুরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তিল্লী ব্রিজের কাছ থেকে সোমবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপার ডাকাতির প্রস্তুতির একটি মামলা করে অভিযুক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত