Ajker Patrika

সাটুরিয়ায় ধর্ষণ মামলায় সৎ ভাই গ্রেপ্তার 

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
সাটুরিয়ায় ধর্ষণ মামলায় সৎ ভাই গ্রেপ্তার 

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধর্ষণ মামলার পর অভিযুক্ত সৎ ভাই মো. সুজনকে (২২) গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা–পুলিশ। শনিবার সকালে কিশোরীর (১৪) মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উপজেলার দিঘলিয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।

সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার অভিযুক্ত সুজন তাঁর সৎ বোনকে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছেন। একপর্যায়ে ওই সে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

ধর্ষিতার মা জানান, মেয়ের গর্ভে থাকা ৪ মাসের সন্তানটি নষ্ট করার জন্য বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়। এরপর থেকে মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মামলা করার পর পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। 

এ দিকে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করলে সৎ ভাই গ্রেপ্তার করা হয়েছে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত