Ajker Patrika

কালিহাতিতে প্রায় দুই লাখ টাকার হেরোইনসহ তিন যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
কালিহাতিতে প্রায় দুই লাখ টাকার হেরোইনসহ তিন যুবক গ্রেপ্তার

কালিহাতীতে র‍্যাবের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার কালিহাতী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ তোরণের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১২। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী (মধ্যপাড়া) গ্রামের মো. নুরুল ইসলাম নুরুর ছেলে মো. আবদুল রাজ্জাক (৩৫), কালিহাতী (মুন্সীপাড়া) গ্রামের মো. ইনসান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম সফি (৩২) ও ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হারুন অর রসিদ (৩৫)। 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানকারী দল রোববার কালিহাতী পৌর এলাকার উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ তোরণের (গেটের) নিচ থেকে ১৯ (উনিশ) গ্রাম প্রায় ২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত