ফেসবুক ভালো, তবে খারাপ!
একবার বিশ্ববিদ্যালয়ের এক জুনিয়র শিক্ষার্থী আমাকে অনুরোধ করছিল তার মাকে যেন বুঝিয়ে বলি, তাকে একটা মোবাইল ফোন কিনে দিতে। এ যুগে ভার্সিটি-পড়ুয়া শিক্ষার্থীর কাছে মোবাইল নেই, এটি মেনে নিতে কষ্ট হয়। আমি অবাক হয়েই সেই শিক্ষার্থীর কাছে জানতে চাইলাম, কেন তার মা-বাবা তাকে এখনো মোবাইল ফোন কিনে দেননি। সে জানাল,