Ajker Patrika

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

চট্টগ্রামে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার ইসমাইল (৪৬) ও মো. রেদওয়ান (২৯)। 

এই বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের শ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লিখিত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র‍্যাব সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ইসমাইল ও রেদওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদী হয়ে তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা করেন। 

২০২২ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। ২০২২ সালের ৩০ জুন ইসমাইল ও রেদওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত