Ajker Patrika

বেগমগঞ্জে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়েল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ। 

গত বৃহস্পতিবার দিবাগত রাত রাত সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুরের হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তারকৃত জুয়েল আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে। 

পুলিশ সুপার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক দল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাত সাড়ে ৩টার দিকে আলাইয়াপুরের হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত