Ajker Patrika

শিশুকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৩: ৪৬
শিশুকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

কুমিল্লার মনোহরগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া এবং একই গ্রামের আমির হামজা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ মার্চ সকালে বাচ্চু মিয়া ও আমির হামজা মনোহরগঞ্জ উপজেলার এক শিশুকে ধর্ষণের পর দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেপ্তারের পর আদালতের পাঠালে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত