Ajker Patrika

নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০: ১৫
নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে এক কিশোর অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা। নিহত কিশোরের নাম মো. রিয়াজ (১৪)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুরের কিল্লারহাট-অশ্বদিয়া সড়কের হেঞ্জুর মোড়ে এ ঘটনা ঘটে।

অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা। নিহত রিয়াজ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরীপুরের মো. কামাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১১টার দিকে মহিলা কলেজ-কিল্লার হাট রোড হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অশ্বদিয়ায় যাচ্ছিল অটোচালক রিয়াজ। এর পরের কোনো এক সময় কিল্লারহাট-অশ্বদিয়া সড়কের হেঞ্জুর মোড়ের আশপাশে দুর্বৃত্তরা রিয়াজকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে সড়কের পাশের জমির পানিতে ফেলে দিয়ে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। তবে এ সময় নিহত রিয়াজের অটোরিকশাটি পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত