Ajker Patrika

ছেলের গুলিতে নিহত মায়ের জানাজা সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছেলের গুলিতে নিহত মায়ের জানাজা সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌর সদরে ছেলের গুলিতে নিহত মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার আছরের নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজার পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

নিহত নারীর নাম জেসমিন আকতার (৫৫)। তিনি সবজার পাড়া এলাকায় সদ্য প্রয়াত জাপা নেতা সামশুল আলম মাস্টারের স্ত্রী।

জানাজার বিষয়টি নিশ্চিত করেন প্রয়াত জাপা নেতা শামসুল ইসলামের ভাগনা জাহাঙ্গীল আলম। জানাজায় প্রয়াত জাপা নেতার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীসহ নিহতের আত্মীয়স্বজন ও এলাকার লোকজন অংশ নেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও ব্যাংকে জমাকৃত টাকার লোভে মা ও বোনকে গুলি করেন মাঈনুদ্দীন মো. মাঈনু। এ সময় প্রথম গুলিটি বড় বোন শায়লা শারমিন নিপাকে করতে গিয়ে ফায়ার মিস হয়। এরপর দ্বিতীয় গুলিটি তাঁর মা জেসমিন আকতারকে করা হলে সেই গুলিটি তার ডান চোখের নিচে লেগে মারা যান। আজ বুধবার নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুর ৩টায় বাড়িতে নিয়ে আনা হয়।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মাঈনুদ্দীন মো. মাঈনু পলাতক রয়েছেন।

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। আসামি ধরতে মঙ্গলবার ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম কাজ করছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলেই জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য। এ ছাড়াও যে গুলি দিয়ে মাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারেও জানা যাবে এটি কি তার বাবার লাইসেন্স করা অস্ত্রটি না অবৈধ অস্ত্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত