পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌর সদরে ছেলের গুলিতে নিহত মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার আছরের নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজার পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
নিহত নারীর নাম জেসমিন আকতার (৫৫)। তিনি সবজার পাড়া এলাকায় সদ্য প্রয়াত জাপা নেতা সামশুল আলম মাস্টারের স্ত্রী।
জানাজার বিষয়টি নিশ্চিত করেন প্রয়াত জাপা নেতা শামসুল ইসলামের ভাগনা জাহাঙ্গীল আলম। জানাজায় প্রয়াত জাপা নেতার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীসহ নিহতের আত্মীয়স্বজন ও এলাকার লোকজন অংশ নেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও ব্যাংকে জমাকৃত টাকার লোভে মা ও বোনকে গুলি করেন মাঈনুদ্দীন মো. মাঈনু। এ সময় প্রথম গুলিটি বড় বোন শায়লা শারমিন নিপাকে করতে গিয়ে ফায়ার মিস হয়। এরপর দ্বিতীয় গুলিটি তাঁর মা জেসমিন আকতারকে করা হলে সেই গুলিটি তার ডান চোখের নিচে লেগে মারা যান। আজ বুধবার নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুর ৩টায় বাড়িতে নিয়ে আনা হয়।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মাঈনুদ্দীন মো. মাঈনু পলাতক রয়েছেন।
এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। আসামি ধরতে মঙ্গলবার ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম কাজ করছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলেই জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য। এ ছাড়াও যে গুলি দিয়ে মাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারেও জানা যাবে এটি কি তার বাবার লাইসেন্স করা অস্ত্রটি না অবৈধ অস্ত্র।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌর সদরে ছেলের গুলিতে নিহত মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার আছরের নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজার পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
নিহত নারীর নাম জেসমিন আকতার (৫৫)। তিনি সবজার পাড়া এলাকায় সদ্য প্রয়াত জাপা নেতা সামশুল আলম মাস্টারের স্ত্রী।
জানাজার বিষয়টি নিশ্চিত করেন প্রয়াত জাপা নেতা শামসুল ইসলামের ভাগনা জাহাঙ্গীল আলম। জানাজায় প্রয়াত জাপা নেতার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীসহ নিহতের আত্মীয়স্বজন ও এলাকার লোকজন অংশ নেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও ব্যাংকে জমাকৃত টাকার লোভে মা ও বোনকে গুলি করেন মাঈনুদ্দীন মো. মাঈনু। এ সময় প্রথম গুলিটি বড় বোন শায়লা শারমিন নিপাকে করতে গিয়ে ফায়ার মিস হয়। এরপর দ্বিতীয় গুলিটি তাঁর মা জেসমিন আকতারকে করা হলে সেই গুলিটি তার ডান চোখের নিচে লেগে মারা যান। আজ বুধবার নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুর ৩টায় বাড়িতে নিয়ে আনা হয়।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মাঈনুদ্দীন মো. মাঈনু পলাতক রয়েছেন।
এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। আসামি ধরতে মঙ্গলবার ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম কাজ করছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলেই জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য। এ ছাড়াও যে গুলি দিয়ে মাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারেও জানা যাবে এটি কি তার বাবার লাইসেন্স করা অস্ত্রটি না অবৈধ অস্ত্র।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯ দিন আগে