নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে চুরি হওয়া একটি পিকআপ ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) স্পেস ল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী গ্রামের শরীফুল ইসলাম (২৭), বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের আরমান হোসেন হিমু (২৭) ও একই ইউনিয়নের তাহেরপুর গ্রামের জাকির হোসেন (২৫)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদেরকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়ি থেকে তাঁর একটি পিকআপ নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গাড়িটি দেখতে না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন জুয়েল। অভিযোগের ভিত্তিতে এসআই প্রমোজের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত থাকা সন্দেহে জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চুরি ও গাড়ি কোথায় রেখেছেন তা স্বীকার করেন।
আজ শুক্রবার গ্রেপ্তার আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ ভল্লবপুর গ্রামের দেলোয়ার হোসেন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা-পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে আন্তজেলা গাড়ি চোর চক্রের সদস্য শরীফুল ও আরমানকে গ্রেপ্তার করে এবং বিক্রির সময় চোরাই পিকআপটি উদ্ধার করে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে চুরি হওয়া একটি পিকআপ ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) স্পেস ল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী গ্রামের শরীফুল ইসলাম (২৭), বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের আরমান হোসেন হিমু (২৭) ও একই ইউনিয়নের তাহেরপুর গ্রামের জাকির হোসেন (২৫)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদেরকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়ি থেকে তাঁর একটি পিকআপ নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গাড়িটি দেখতে না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন জুয়েল। অভিযোগের ভিত্তিতে এসআই প্রমোজের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত থাকা সন্দেহে জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চুরি ও গাড়ি কোথায় রেখেছেন তা স্বীকার করেন।
আজ শুক্রবার গ্রেপ্তার আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ ভল্লবপুর গ্রামের দেলোয়ার হোসেন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা-পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে আন্তজেলা গাড়ি চোর চক্রের সদস্য শরীফুল ও আরমানকে গ্রেপ্তার করে এবং বিক্রির সময় চোরাই পিকআপটি উদ্ধার করে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে