Ajker Patrika

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রসহ সাইফুল ইসলাম সাব্বির (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুলিশ বলছে, তিনি কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের লাতু কমিশনারের বাড়ির আব্দুল সাত্তারের ছেলে। 

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাইফুল তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য। তার কাছ থেকে উদ্ধারকৃত চায়নিজ কুড়াল দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান ও চাঁদাবাজি করে থাকে সে।’ 

উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত