নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে গৃহবধূর মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করে চাঁদা দাবিসহ শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় পর্নোগ্রাফি মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা শহরের মাইজদী সুপার মার্কেটের পঞ্চম তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম মোশারফ হোসেন টিটু (২২)। তিনি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের লাতু সওদাগরবাড়ির মিয়াধনের ছেলে।
পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে ভুক্তভোগী গৃহবধূ (৩০) তাঁর মোবাইল ফোন মেরামত করার জন্য টিটুকে দেন। টিটু তাঁর প্রতিবেশী দেবর। টিটু কৌশলে সেই মোবাইল ফোন থেকে গৃহবধূর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে নিয়ে নেন। গত ৮ জানুয়ারি টিটু ওই গৃহবধূকে মোবাইল ফোনে কল দিয়ে ওই ভিডিওর কথা জানান। পাশাপাশি তাঁকে ২ লাখ টাকা এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বলেন। তা না হলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী গৃহবধূ তাঁর প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের পরামর্শে গত ৩১ জানুয়ারি পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি খতিয়ে দেখতে জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হলে বৃহস্পতিবার রাতে টিটুকে আটক করে। এ সময় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনে গৃহবধূর ব্যক্তিগত ছবি ও ভিডিও জব্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। সুধারাম মডেল থানার মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালীতে গৃহবধূর মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করে চাঁদা দাবিসহ শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় পর্নোগ্রাফি মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা শহরের মাইজদী সুপার মার্কেটের পঞ্চম তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম মোশারফ হোসেন টিটু (২২)। তিনি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের লাতু সওদাগরবাড়ির মিয়াধনের ছেলে।
পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে ভুক্তভোগী গৃহবধূ (৩০) তাঁর মোবাইল ফোন মেরামত করার জন্য টিটুকে দেন। টিটু তাঁর প্রতিবেশী দেবর। টিটু কৌশলে সেই মোবাইল ফোন থেকে গৃহবধূর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে নিয়ে নেন। গত ৮ জানুয়ারি টিটু ওই গৃহবধূকে মোবাইল ফোনে কল দিয়ে ওই ভিডিওর কথা জানান। পাশাপাশি তাঁকে ২ লাখ টাকা এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বলেন। তা না হলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী গৃহবধূ তাঁর প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের পরামর্শে গত ৩১ জানুয়ারি পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি খতিয়ে দেখতে জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হলে বৃহস্পতিবার রাতে টিটুকে আটক করে। এ সময় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনে গৃহবধূর ব্যক্তিগত ছবি ও ভিডিও জব্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। সুধারাম মডেল থানার মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪