নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে এক গৃহবধূ (১৯) ও পল্লি চিকিৎসককে (২৯) অস্ত্রের মুখে জিম্মি করে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদার ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আফনান হোসেন শুভ (২০) ও একই গ্রামের নোমান হুজুরের বাড়ির রহুল আমিন (৩৫)।
পুলিশ জানায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বর রাতে ওই গৃহবধূর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই গৃহবধূ তাঁর পূর্ব পরিচিত পল্লি চিকিৎসকে বাড়িতে ওষুধ দিয়ে যেতে বলেন। রাতে ওই চিকিৎসক ফার্মেসি বন্ধ করে গৃহবধূর বাড়িতে যাওয়ার পথে আফনান হোসেন শুভ ও রুহল আমিনসহ কয়েকজন তাঁর গতিরোধ করেন। পরে তাঁকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূর ঘরে নিয়ে মারধর করেন। একপর্যায়ে চিকিৎসক ও গৃহবধূকে হুমকি ধামকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের বিবস্ত্র করে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর বিভিন্ন সময়ে ওই গৃহবধূ ও চিকিৎসক তাঁদের চার লাখ এগারো হাজার টাকা ও তিন আনা স্বর্ণের কানের দুল দেন। তাঁরা আরও টাকা দাবি করলে চিকিৎসক এ বিষয়ে আইনি সহযোগিতার জন্য পুলিশ সুপারের কাছে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দেবীপুর গ্রামের কালা মিয়া মুন্সি বাড়ির সামনে থেকে শুভ ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা দুইটি মোবাইল ফোনে ওই ভিডিও পাওয়া যায়। এ ছাড়া ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে এক গৃহবধূ (১৯) ও পল্লি চিকিৎসককে (২৯) অস্ত্রের মুখে জিম্মি করে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদার ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আফনান হোসেন শুভ (২০) ও একই গ্রামের নোমান হুজুরের বাড়ির রহুল আমিন (৩৫)।
পুলিশ জানায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বর রাতে ওই গৃহবধূর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই গৃহবধূ তাঁর পূর্ব পরিচিত পল্লি চিকিৎসকে বাড়িতে ওষুধ দিয়ে যেতে বলেন। রাতে ওই চিকিৎসক ফার্মেসি বন্ধ করে গৃহবধূর বাড়িতে যাওয়ার পথে আফনান হোসেন শুভ ও রুহল আমিনসহ কয়েকজন তাঁর গতিরোধ করেন। পরে তাঁকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূর ঘরে নিয়ে মারধর করেন। একপর্যায়ে চিকিৎসক ও গৃহবধূকে হুমকি ধামকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের বিবস্ত্র করে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর বিভিন্ন সময়ে ওই গৃহবধূ ও চিকিৎসক তাঁদের চার লাখ এগারো হাজার টাকা ও তিন আনা স্বর্ণের কানের দুল দেন। তাঁরা আরও টাকা দাবি করলে চিকিৎসক এ বিষয়ে আইনি সহযোগিতার জন্য পুলিশ সুপারের কাছে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দেবীপুর গ্রামের কালা মিয়া মুন্সি বাড়ির সামনে থেকে শুভ ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা দুইটি মোবাইল ফোনে ওই ভিডিও পাওয়া যায়। এ ছাড়া ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫