টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ৬ কোটি ৭০ লাখ টাকার ক্রিস্টাল মিথ আইস ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদমিয়া বিওপির ১৪ নম্বর ব্রিজ থেকে ২০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় যায়। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলে অবস্থান করে।
আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে টহলদল দুজনকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মিথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক আরও বলেন, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
কক্সবাজারের টেকনাফে ৬ কোটি ৭০ লাখ টাকার ক্রিস্টাল মিথ আইস ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদমিয়া বিওপির ১৪ নম্বর ব্রিজ থেকে ২০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় যায়। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলে অবস্থান করে।
আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে টহলদল দুজনকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মিথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক আরও বলেন, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪