Ajker Patrika

করলার সঙ্গে এ কেমন শত্রুতা!

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬: ৫৬
Thumbnail image

নোয়াখালীর সুবর্ণচরে মো. ফারুক নামের এক চাষির এক একর জমির করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে চাষি মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার তো শত্রু নাই। কিন্তু করলার সঙ্গে এ কেমন শত্রুতা! এক একর জমিতে করলা চাষ করেছি। মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করেছিলাম। অধিকাংশ গাছে করলা ধরেছিল। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খেতেই ছিলাম। সন্ধ্যায় বাজারে প্রথম তোলা ৪২ কেজি করলাও বিক্রি করেছি। কিন্তু রাতে সব গাছ কেটে ও উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে গিয়ে দেখতে পাই খেতের সব করলা গাছ নুয়ে পড়েছে। এরপর দেখি সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে।’ 

চাষি ফারুক আরও বলেন, ‘আমি গরিব কৃষক। অনেক ধার দেনা করে এক একর জমিতে করলা চাষ করেছি। আমার যা পুঁজি ছিল ওই খেতেই লাগিয়েছি। এতে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল। এখন দেখছি সবই শেষ।’ 

এ নিয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল মাওলা চৌধুরী বলেন, ‘কৃষক ফারুক নিজের উপার্জিত সব অর্থ এই জমিতে ব্যয় করেছেন। এখন তাঁর সব শেষ। এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে কঠিন শাস্তির দাবি করছি।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, ‘কে বা কারা ফারুকের করলা গাছ কেটে উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।’ 

এ নিয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত