Ajker Patrika

ধর্ষণ চেষ্টার সময় ইউপি সদস্য হাতেনাতে গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ধর্ষণ চেষ্টার সময় ইউপি সদস্য হাতেনাতে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় এক ইউপি সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অভিযুক্ত ইউপি সদস্য ইউনুছ মিয়াকে (৫০) জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ইউপি ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং ওই ইউনিয়নের অলুয়া গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার এক গৃহবধূ (২৬) স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় রান্নার কাজ করেন। স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ মিয়া ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ এতিমখানায় রান্নার কাজ শেষে বাড়িতে ফেরার পথে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজন ইউপি সদস্য ফজলু মিয়াকে আটক করে পুলিশে খবর দেন।

রাতেই ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য ইউনুছ মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ইউপি সদস্য ইউনুছ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য ইউনুছ মিয়াকে আজ বুধবার দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁকে জেল হাজতে পাঠায়। 

ওই গৃহবধূ বলেন, ইউপি সদস্য ইউনুছ মিয়া প্রায়ই উত্ত্যক্ত করত এবং খারাপ কাজের ইঙ্গিত করত। ঘটনার দিন স্থানীয় লোকজন দৌড়ে এসে আমাকে উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ইউপি সদস্য ইউনুছ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত