Ajker Patrika

কুমিল্লায় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৫: ৫৯
কুমিল্লায় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় দুধে পানি মেশানোসহ বিভিন্ন অভিযোগে নগরীর চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ শনিবার নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, আজ নগরীর রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মুদি, মাংস, ফল ও প্রসাধনীর দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুধে পানি মেশানোর দায়ে দুধ ব্যবসায়ী আব্দুল আলীমকে ৩ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় মায়ের দোয়া খাসির দোকানকে ২ হাজার টাকা, অনুমোদনহীন বিদেশি কসমেটিকস বিক্রি করায় আক্তার স্টোরকে ৮ হাজার টাকা এবং একই অভিযোগে জুবায়ের স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, দুধে পানি মেশানোসহ নকল প্রসাধনী বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ওজনে কারচুপি না করা এবং অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়। 

সহকারী পরিচালক আরও বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে স্বাস্থ্য পরিদর্শক এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত