Ajker Patrika

কলেজছাত্রীর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি
কলেজছাত্রীর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তানভীর আহম্মেদ শুভ, একই এলাকার জুলফিকার ইসলাম নাঈম ও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলাম সৈকত।

মামলা সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রীর (১৮) সঙ্গে একই কলেজে তানভির আহমেদ শুভর (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর মোবাইল দিয়ে মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে তানভীর নিজের মোবাইলে নিয়ে নেন। এর কয়েক দিন পর থেকে ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শুভ। কিছুদিন আগে শুভ তাঁর বন্ধু সৈকত ও নাঈমকে ওই ছাত্রীর ভিডিওগুলো দেন। 

এদিকে বিষয়টি জানার পর শুভর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সে ভিডিওগুলো কেটে দেবে বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি ভুক্তভোগী ছাত্রীর পক্ষ থেকে থানায় জানানো হলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। আসামি শুভর কাছ থেকে তার দুটি মোবাইল জব্দ করা হয়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত