Ajker Patrika

শবে কদরে বিক্রির জন্য আনা ঘোড়ার মাংস জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৪: ৫৬
শবে কদরে বিক্রির জন্য আনা ঘোড়ার মাংস জব্দ

পবিত্র শবে কদর উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় গরু বলে ঘোড়ার মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। পরে ঘোড়ার মাথা ও লেজসহ মাংস জব্দ করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায়। এ সময় চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মরিচ্যা বাজারের মিয়াজন ফকিরের ছেলে কসাই মাহবুব আলম প্রকাশ (মাহবু কসাই)।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘খবর পাই, কক্সবাজারের বিচ এলাকায় কিছু অসুস্থ ঘোড়া মরিচ্যা বাজার এলাকায় আনা হচ্ছে। পবিত্র শবে কদর উপলক্ষে মরিচ্যা বাজারে ঘোড়া জবাই করা হয়েছে এ খবরটা পাওয়ামাত্রই দেরি না করে ঘটনাস্থলে এর সত্যতা পেয়ে পুলিশকে খবর দিই। পরে পুলিশ মাংসগুলো জব্দ করে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গরুর মাংসের নামে ঘোড়া জবাই করে বিক্রির চেষ্টাকালে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় আমরা মাংস জব্দ করি। এ সময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ার তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত