নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর (১৮) সঙ্গে প্রতারণামূলক প্রেমের সম্পর্ক তৈরি ও কৌশলে তাঁর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে জুয়েল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল, কথোপকথন সংবলিত একটি মেমোরি কার্ড, কিছু অশ্লীল ভিডিও জব্দ করা হয়। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজগঞ্জ ইউপির মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে। গ্রেপ্তারকৃত জুয়েল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হোরন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব বলছে, গত দুই বছর যাবৎ এইচএসসি পড়ুয়া একজন ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জুয়েল। নিজের বোনের সহপাঠী হওয়ায় ওই ছাত্রীর বাড়িতে যাতায়াতও ছিল জুয়েলের। বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর কিছু অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে জুয়েল। পরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। লজ্জায় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন ওই ছাত্রী। ভুক্তভোগীর পক্ষ থেকে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব। রোববার সন্ধ্যায় মনপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর (১৮) সঙ্গে প্রতারণামূলক প্রেমের সম্পর্ক তৈরি ও কৌশলে তাঁর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে জুয়েল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল, কথোপকথন সংবলিত একটি মেমোরি কার্ড, কিছু অশ্লীল ভিডিও জব্দ করা হয়। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজগঞ্জ ইউপির মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে। গ্রেপ্তারকৃত জুয়েল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হোরন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব বলছে, গত দুই বছর যাবৎ এইচএসসি পড়ুয়া একজন ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জুয়েল। নিজের বোনের সহপাঠী হওয়ায় ওই ছাত্রীর বাড়িতে যাতায়াতও ছিল জুয়েলের। বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর কিছু অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে জুয়েল। পরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। লজ্জায় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন ওই ছাত্রী। ভুক্তভোগীর পক্ষ থেকে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব। রোববার সন্ধ্যায় মনপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪