Ajker Patrika

আগৈলঝাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যুদণ্ড দিয়েছে বরিশাল আদালতের বিচারক। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয় আসামিকে। 

গত রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের আলতাব মৃধার ছেলে সাইদুল ইসলাম মৃধার সঙ্গে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের ফজলু কাজীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ৩ লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করেন স্বামী সাইদুল। 

আয়শা আক্তারের বাবা ফজলু কাজী জানান, ২০১৬ সালের ৫ অক্টোবর যৌতুকের টাকা না দেওয়ায় ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে আয়শা আক্তারকে হত্যা করে স্বামী সাইদুল ইসলাম মৃধা। এ ঘটনায় ওই দিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলু কাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এরপর ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

জেনারেল ওসমানীকে কেন এবার স্বাধীনতা পদক দেওয়া হলো না, ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত