বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনার পর দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি চুরির আড়ালে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে পুলিশ।
গতকাল বুধবার রাতে কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের দেলোয়ার হোসেন খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি মাহাবুবুর আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল লোক ওই বাড়িতে ঢুকে ‘সবাইকে অচেতন করে’। পরে নারীদের কানে ও গলায় থাকা স্বর্ণের দুল, চেইন ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার আঁচ পেয়ে প্রতিবেশীরা চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে তিন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে অচেতন অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মৃত ছিল। আর একজন অসুস্থ। তবে কী কারণে দুজনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।’
মৃতরা হলেন—মো. মকবুল হোসেনের স্ত্রী মোসা. লালমুন নেছা (১০০) ও তাঁর নাতিবৌ মোসা. রিপা (২৩)। হাসপাতালে ভর্তি আছেন লালমুন নেছার পুত্রবধূ মোসা. মিনারা বেগম (৫০)।
ওসি মাহাবুবুর বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনার পর দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি চুরির আড়ালে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে পুলিশ।
গতকাল বুধবার রাতে কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের দেলোয়ার হোসেন খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি মাহাবুবুর আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল লোক ওই বাড়িতে ঢুকে ‘সবাইকে অচেতন করে’। পরে নারীদের কানে ও গলায় থাকা স্বর্ণের দুল, চেইন ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার আঁচ পেয়ে প্রতিবেশীরা চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে তিন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে অচেতন অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মৃত ছিল। আর একজন অসুস্থ। তবে কী কারণে দুজনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।’
মৃতরা হলেন—মো. মকবুল হোসেনের স্ত্রী মোসা. লালমুন নেছা (১০০) ও তাঁর নাতিবৌ মোসা. রিপা (২৩)। হাসপাতালে ভর্তি আছেন লালমুন নেছার পুত্রবধূ মোসা. মিনারা বেগম (৫০)।
ওসি মাহাবুবুর বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে