Ajker Patrika

দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে রিতা ঘরামী (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সজল মোল্লা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে তাঁকে বানারজোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া সজল মোল্লা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বানারজোড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। 

এর আগে গতকাল শনিবার সকালে উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সোনাপুর গ্রামে স্বামী সুনিল মণ্ডলের বাড়ির পেছনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় থাকা ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে গ্রেপ্তারকৃত সজল মোল্লাসহ ৩ জনের নাম উল্লেখ ও আরও ২ জনকে অজ্ঞাত করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ বিভিন্ন সময় কেনাকাটার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া যাওয়ার পথে উপজেলার মালিখালী ইউনিয়নের ততুবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. জিসান (২৭) তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এতে তিনি রাজি না হলে গত শুক্রবার বিকেলে কোটালিপাড়া গেলে জিসান তাঁকে মোটরসাইকেলে জোর করে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে নিয়ে ৫ জন মিলে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে কোটালিপাড়ার লিংক রোড এলাকায় তাঁকে ফেলে রেখে যান। এতে ক্ষোভে ও লজ্জায় তিনি আত্মহত্যা করেন। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত