Ajker Patrika

পটুয়াখালীতে ঘরে সিঁধ কেটে শিশু চুরি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে ঘরে সিঁধ কেটে শিশু চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘরে সিঁধ কেটে শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া শিশু রিসান (৬) ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান তাঁর ছেলে ও স্ত্রী নিয়ে কারখানা গ্রামের বাসিন্দা শ্বশুর কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো স্ত্রী-সন্তান নিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে হাবিবুর রহমানের ঘুম ভাঙলে দেখেন পাশে রিসান নেই। ঘরে আলো জ্বালিয়ে দেখেন সিঁধ কাটা। এরপর পুলিশে খবর দিলে ওই রাতেই বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব মেম্বার বলেন, শিশুটির পরিবারের সঙ্গে জাকির হোসেন নামে এক ব্যক্তির ব্যবসায়িক লেনদেন আছে। দীর্ঘ দিন ধরে জাকির হোসেনের টাকা পরিশোধ না করায় সম্ভবত ক্রোধের বশবর্তী হয়ে জাকির শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, সন্দেহভাজন জাকিরের সঙ্গে যোগযোগ করা হয়েছে। তিনি শিশুটিকে ফেরত দিবেন বলে জানিয়েছেন। তবে টালবাহানা করছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘শিশুটিকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত