প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর)
সহকারী প্রধান শিক্ষকসহ আরও কিছু শিক্ষকের হুমকির কারণে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। গতকাল রোববার বিকেলে স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিদ্যালয়ে ২০১৭ সালে যোগদানের পর থেকে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান আমাকে মেনে নিতে না পারায় বিভিন্ন সময় অসহযোগিতা ও সহকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। এ ছাড়া আমি যেন অফিসে প্রবেশ করতে না পারি সে জন্য আমার অফিসে তক্তা পিটিয়ে আটকে রেখেছে। এ ছাড়াও পলিথিন ব্যাগে ময়লা ভরে বাসার দরজায় নিক্ষেপ করে। তা ছাড়া আমার ব্যক্তিগত মোবাইল ফোনে জীবননাশের হুমকি প্রদান করে। বিষয়টি আমি মঠবাড়িয়া থানাকে লিখিতভাবে অবহিত করি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সহকারী প্রধান শিক্ষকের হুমকির কারণে পরিবার পরিজন নিয়ে বিদ্যালয়ের কোয়ার্টার ছেড়ে গত মার্চ মাস থেকে বাগেরহাটের একটি ভাড়া বাসায় বসবাস করছি।
এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, যোগদানের পর থেকে তিনিই আমাদের সকলের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, প্রধান শিক্ষকের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী প্রধান শিক্ষকসহ আরও কিছু শিক্ষকের হুমকির কারণে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। গতকাল রোববার বিকেলে স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিদ্যালয়ে ২০১৭ সালে যোগদানের পর থেকে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান আমাকে মেনে নিতে না পারায় বিভিন্ন সময় অসহযোগিতা ও সহকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। এ ছাড়া আমি যেন অফিসে প্রবেশ করতে না পারি সে জন্য আমার অফিসে তক্তা পিটিয়ে আটকে রেখেছে। এ ছাড়াও পলিথিন ব্যাগে ময়লা ভরে বাসার দরজায় নিক্ষেপ করে। তা ছাড়া আমার ব্যক্তিগত মোবাইল ফোনে জীবননাশের হুমকি প্রদান করে। বিষয়টি আমি মঠবাড়িয়া থানাকে লিখিতভাবে অবহিত করি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সহকারী প্রধান শিক্ষকের হুমকির কারণে পরিবার পরিজন নিয়ে বিদ্যালয়ের কোয়ার্টার ছেড়ে গত মার্চ মাস থেকে বাগেরহাটের একটি ভাড়া বাসায় বসবাস করছি।
এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, যোগদানের পর থেকে তিনিই আমাদের সকলের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, প্রধান শিক্ষকের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৪ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫