Ajker Patrika

পিরোজপুরে টিটিসির প্রশিক্ষককে বেধরক মারধর

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে টিটিসির প্রশিক্ষককে বেধরক মারধর

পিরোজপুরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) গার্মেন্টস ট্রেড ও প্রশিক্ষণ বিভাগের ইনর্চাজ সাইফুল ইসলাম রাজুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলী হোসেন।

মারধরে আহত প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে (৩২) গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরে তাঁর কানে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানানা পিরোজপুর জেলা হাসপাতালের ডা. স্বাগত হালদার।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আলী হোসেন অভিযোগ করেন, বিদেশে কাজের জন্য গমনে ইচ্ছুক ব্যক্তিদের সরকারিভাবে ৩ দিনের একটি প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে ভর্তি শেষে ৩ দিন প্রশিক্ষণের পরে সরকারিভাবে একটি প্রশিক্ষণ সনদ দেওয়া হয়। কিন্তু স্থানীয় শামীম নামের এক ব্যক্তি প্রশিক্ষণ কেন্দ্রে এসে প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুর কাছে ভর্তির ১ দিন পরেই তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির জন্য প্রশিক্ষণ সনদ দাবি করলে প্রশিক্ষক শামীম জানান প্রশিক্ষণের সদন অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। যা তিন দিন প্রশিক্ষণ শেষে পাওয়া যায়। এক দিনের মধ্যে এই সনদ প্রদান করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন বহিরাগত শামীম প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে নানাভাবে হুমকি দেন এবং একপর্যায়ে মারধর করে গুরুতর জখম করেন। বিষয়টি জানতে পেয়ে তৎক্ষাণিক ঘটনাস্থলে গেলে শামীম তাকেও নানা রকমের হুমকি প্রদান করেন এবং মাসিক একটি চাঁদা দাবি করে ঘটনাস্থল ত্যাগ করেন। 

অধ্যক্ষ মো. আলী হোসেন আরও বলেন, প্রশিক্ষক সাইফুল ইসলাম রাজুকে গুরতর আহত অবস্থায় পিরোজপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অব্যহিত করেছেন। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত