বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ও আজ সোমবার সকালে দুজনকে গ্রেপ্তারের করার কথা জানিয়েছে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম—মোশারেফ হোসেন সিকদার (৪৫)। তিনি মোশারেফ হোসেন বোরহানউদ্দিন পৌর বাজারের ফল ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন—গিয়াসউদ্দিন (৩০) ও কামাল পাটওয়ারি (৩৮)।
নিহত মোশারেফ হোসেনের ছেলে শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘১ বছর আগে ঢাকায় আমার ভাই শান্তর সঙ্গে তার বন্ধু সুমন (২২) ও তার সহযোগীদের ঝগড়া হয়। সুমন আমাদের প্রতিবেশী বশির পাটোয়ারির ছেলে। একপর্যায়ে সুমনসহ তাঁর বন্ধুরা আমার ভাই শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গত শুক্রবার বিকেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে একা পেয়ে শান্ত তাঁকে চড়-থাপ্পড় মাড়ে। দুজনের মধ্য হাতাহাতির ঘটনা ঘটনাটি শুনে আমার বাবা চান মিয়া ও শান্তর ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আগের পুষে রাখা ক্ষোভে সুমন, শাহিন, কামাল ও তাদের সহযোগীরা আমার বাবাকে (মোশারেফ হোসেন) পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যায়।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, ‘মোশারেফ নামে এক বাজার ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা আদালতে তাদের পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’
ভোলার বোরহানউদ্দিনে বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ও আজ সোমবার সকালে দুজনকে গ্রেপ্তারের করার কথা জানিয়েছে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম—মোশারেফ হোসেন সিকদার (৪৫)। তিনি মোশারেফ হোসেন বোরহানউদ্দিন পৌর বাজারের ফল ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন—গিয়াসউদ্দিন (৩০) ও কামাল পাটওয়ারি (৩৮)।
নিহত মোশারেফ হোসেনের ছেলে শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘১ বছর আগে ঢাকায় আমার ভাই শান্তর সঙ্গে তার বন্ধু সুমন (২২) ও তার সহযোগীদের ঝগড়া হয়। সুমন আমাদের প্রতিবেশী বশির পাটোয়ারির ছেলে। একপর্যায়ে সুমনসহ তাঁর বন্ধুরা আমার ভাই শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গত শুক্রবার বিকেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে একা পেয়ে শান্ত তাঁকে চড়-থাপ্পড় মাড়ে। দুজনের মধ্য হাতাহাতির ঘটনা ঘটনাটি শুনে আমার বাবা চান মিয়া ও শান্তর ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আগের পুষে রাখা ক্ষোভে সুমন, শাহিন, কামাল ও তাদের সহযোগীরা আমার বাবাকে (মোশারেফ হোসেন) পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যায়।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, ‘মোশারেফ নামে এক বাজার ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা আদালতে তাদের পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে