বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ও আজ সোমবার সকালে দুজনকে গ্রেপ্তারের করার কথা জানিয়েছে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম—মোশারেফ হোসেন সিকদার (৪৫)। তিনি মোশারেফ হোসেন বোরহানউদ্দিন পৌর বাজারের ফল ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন—গিয়াসউদ্দিন (৩০) ও কামাল পাটওয়ারি (৩৮)।
নিহত মোশারেফ হোসেনের ছেলে শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘১ বছর আগে ঢাকায় আমার ভাই শান্তর সঙ্গে তার বন্ধু সুমন (২২) ও তার সহযোগীদের ঝগড়া হয়। সুমন আমাদের প্রতিবেশী বশির পাটোয়ারির ছেলে। একপর্যায়ে সুমনসহ তাঁর বন্ধুরা আমার ভাই শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গত শুক্রবার বিকেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে একা পেয়ে শান্ত তাঁকে চড়-থাপ্পড় মাড়ে। দুজনের মধ্য হাতাহাতির ঘটনা ঘটনাটি শুনে আমার বাবা চান মিয়া ও শান্তর ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আগের পুষে রাখা ক্ষোভে সুমন, শাহিন, কামাল ও তাদের সহযোগীরা আমার বাবাকে (মোশারেফ হোসেন) পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যায়।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, ‘মোশারেফ নামে এক বাজার ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা আদালতে তাদের পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’
ভোলার বোরহানউদ্দিনে বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ও আজ সোমবার সকালে দুজনকে গ্রেপ্তারের করার কথা জানিয়েছে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম—মোশারেফ হোসেন সিকদার (৪৫)। তিনি মোশারেফ হোসেন বোরহানউদ্দিন পৌর বাজারের ফল ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন—গিয়াসউদ্দিন (৩০) ও কামাল পাটওয়ারি (৩৮)।
নিহত মোশারেফ হোসেনের ছেলে শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘১ বছর আগে ঢাকায় আমার ভাই শান্তর সঙ্গে তার বন্ধু সুমন (২২) ও তার সহযোগীদের ঝগড়া হয়। সুমন আমাদের প্রতিবেশী বশির পাটোয়ারির ছেলে। একপর্যায়ে সুমনসহ তাঁর বন্ধুরা আমার ভাই শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গত শুক্রবার বিকেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে একা পেয়ে শান্ত তাঁকে চড়-থাপ্পড় মাড়ে। দুজনের মধ্য হাতাহাতির ঘটনা ঘটনাটি শুনে আমার বাবা চান মিয়া ও শান্তর ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আগের পুষে রাখা ক্ষোভে সুমন, শাহিন, কামাল ও তাদের সহযোগীরা আমার বাবাকে (মোশারেফ হোসেন) পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যায়।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, ‘মোশারেফ নামে এক বাজার ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা আদালতে তাদের পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২১ দিন আগে