ভোলা প্রতিনিধি
বিয়ের মূল আনুষ্ঠানিকতা ভালোয় ভালোয় শেষ হয়েছে। কিন্তু বিপত্তি বাঁধে বউভাতে। বরের বাড়িতে কনেপক্ষ যাওয়ার পর থেকেই শুরু হয় যৌতুক নিয়ে কথাবার্তা। এর মধ্যে ঘটকও চেয়ে বসেন মোটা অঙ্কের সম্মানী। বিপাকে পড়ে কনেপক্ষ। এমনকি খেতে বসেও বরপক্ষের লোকজন নানাভাবে বিদ্রুপ করতে থাকে।
এর মধ্যে পানি চাওয়ার জেরে শুরু হয় উভয়পক্ষে বিতণ্ডা। এক পর্যায়ে ঘটকসহ বরপক্ষের কয়েকজন কনেপক্ষের লোকজনকে মারতে শুরু করে। বেঁধে যায় সংঘর্ষ। এই ফাঁকে বর তাঁর নববধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
ঘটনাটি ঘটেছে ভোলার মনপুরায়। গতকাল রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে এ ঘটনায় কনের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সংঘর্ষে কনের মা, ভাই-বোনসহ পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।
কনের মা নুরন্নাহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী মিয়ার ছেলে আল-আমিনের সঙ্গে গত বৃহস্পতিবার তাঁর মেয়ে তানজিলা আক্তার মিমের বিয়ে হয়। বিয়ের দুদিন পর গতকাল রোববার বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে যান কনের বাড়ির লোকজন। সেখানে কনের পরিবারের কাছে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবি করেন।
পরে বরপক্ষের লোকজন যৌতুকের টাকা ও কনের জন্য জামাকাপড় নিয়ে কেন আসেনি, এ নিয়ে কটূক্তি করতে শুরু করে। এ সময় টেবিলে পানি দিতে বললে বরপক্ষের লোকেরা ক্ষেপে যায়। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিকসহ পাঁচ-সাত জন কনেপক্ষকে মারধর শুরু করে। ঘটনার একপর্যায়ে কনেকে নিয়ে বর পালিয়ে যান।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, বউভাত অনুষ্ঠানে মারামারির ঘটনা শুনেছি। কনেপক্ষকে ডেকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কি-না জানতে চাইলে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, বউভাত অনুষ্ঠানে কনেপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় কনের বাবা আইয়ুব আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে আইনি নেওয়া হবে।
বিয়ের মূল আনুষ্ঠানিকতা ভালোয় ভালোয় শেষ হয়েছে। কিন্তু বিপত্তি বাঁধে বউভাতে। বরের বাড়িতে কনেপক্ষ যাওয়ার পর থেকেই শুরু হয় যৌতুক নিয়ে কথাবার্তা। এর মধ্যে ঘটকও চেয়ে বসেন মোটা অঙ্কের সম্মানী। বিপাকে পড়ে কনেপক্ষ। এমনকি খেতে বসেও বরপক্ষের লোকজন নানাভাবে বিদ্রুপ করতে থাকে।
এর মধ্যে পানি চাওয়ার জেরে শুরু হয় উভয়পক্ষে বিতণ্ডা। এক পর্যায়ে ঘটকসহ বরপক্ষের কয়েকজন কনেপক্ষের লোকজনকে মারতে শুরু করে। বেঁধে যায় সংঘর্ষ। এই ফাঁকে বর তাঁর নববধূকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
ঘটনাটি ঘটেছে ভোলার মনপুরায়। গতকাল রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে এ ঘটনায় কনের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সংঘর্ষে কনের মা, ভাই-বোনসহ পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।
কনের মা নুরন্নাহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী মিয়ার ছেলে আল-আমিনের সঙ্গে গত বৃহস্পতিবার তাঁর মেয়ে তানজিলা আক্তার মিমের বিয়ে হয়। বিয়ের দুদিন পর গতকাল রোববার বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে যান কনের বাড়ির লোকজন। সেখানে কনের পরিবারের কাছে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবি করেন।
পরে বরপক্ষের লোকজন যৌতুকের টাকা ও কনের জন্য জামাকাপড় নিয়ে কেন আসেনি, এ নিয়ে কটূক্তি করতে শুরু করে। এ সময় টেবিলে পানি দিতে বললে বরপক্ষের লোকেরা ক্ষেপে যায়। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিকসহ পাঁচ-সাত জন কনেপক্ষকে মারধর শুরু করে। ঘটনার একপর্যায়ে কনেকে নিয়ে বর পালিয়ে যান।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, বউভাত অনুষ্ঠানে মারামারির ঘটনা শুনেছি। কনেপক্ষকে ডেকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কি-না জানতে চাইলে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ বলেন, বউভাত অনুষ্ঠানে কনেপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় কনের বাবা আইয়ুব আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে আইনি নেওয়া হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৭ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫