Ajker Patrika

বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৩: ১৯
বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে আবুল কাসেম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের কাছে রিমান্ড আবেদন করলে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার আসামির নাম মো. জাকির হোসেন (৩২)। তিনি ওই ইউনিয়নের বাহারিপাড়া গ্রামের মো. মঞ্জিল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিব চৌধূরী।

এসআই রাজিব চৌধূরী আজকের পত্রিকাকে জানান, হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন গ্রেপ্তার জাকির। আসামি জাকিরকে গ্রেপ্তারের পর রোববার কুমিল্লা আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে জাকির পুলিশের রিমান্ডে রয়েছেন। তিনি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

গত শনিবার উপজেলার নিমসার বাজারে সিএনজি স্টেশনের জিপির (চাঁদা) টাকা নিয়ে দ্বন্দ্বে আবুল কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। নিহত আবুল কাসেম বুড়িচং উপজেলার ভারিকোঠা গ্রামে মৃত আরব আলীর ছেলে।

ঘটনার পর ওই রাতে নিহতের স্ত্রী মোসাম্মত রেহেনা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত