কাউনিয়ায় মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন
কাউনিয়া উপজেলার সীট নাজিরদহ গ্রামের শামছ উদ্দিন মণ্ডলের ছেলে ইবনে সাউথ মণ্ডল। তিনি চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মারা গেছেন। গেল ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হারাগাছ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল বলছে, তিনি ভোট দিয়েছেন।