Ajker Patrika

বিজয়ের অনুষ্ঠান নিয়ে বিবাদ, ১৪৪ ধারা জারি

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
বিজয়ের অনুষ্ঠান নিয়ে বিবাদ, ১৪৪ ধারা জারি

কাউনিয়ার হারাগাছে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে বিবাদের জেরে শান্তি ভঙ্গের আশঙ্কায় দরদী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মাঠটি অবৈধ দখলের অভিযোগ এনে গত মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ডব্লিউ এম রায়হান ১৪৪ ধারা জারির এই আদেশ দেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক এরশাদ বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে দরদী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখে দাওয়াতপত্র বিতরণ করেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষে অবগত করেনি। অপর দিকে বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের নিজস্ব খেলার মাঠে মহান বিজয় দিবসের নানা কর্মসূচির আয়োজন করে মাইকিং করে।

এ ছাড়া বিদ্যালয়ের কর্তৃপক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তাদের মাঠটি অবৈধভাবে দখল করার পাঁয়তারার অভিযোগ আনে। আদালত শান্তি ভঙ্গের আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেন বলে জানান ওসি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান বলেন, ‘বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে নানা কর্মসূচির আহ্বান করা হয়। কিন্তু মাঠটি অবৈধভাবে দখল করার পাঁয়তারা করছিল পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পৌর মেয়র ও সচিবকে বিবাদী করে মামলা করি। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই মাঠে ১৪৪ ধারা জারির আদেশ দেন। যেহেতু মাঠে ১৪৪ ধারা জারি হয়েছে, সেহেতু বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয় দিবসের কর্মসূচি অন্য স্থানে পালন করার সিদ্ধান্ত হয়েছে।’

তবে পৌর কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠটি দখল করার কোনো পাঁয়তারা করেনি বলে দাবি করেছেন মেয়র এরশাদ। তিনি বলেন, ‘ওই মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ভিন্ন খাতে নিয়ে আদালতে অভিযোগ করেছে। আদালত শান্তি ভঙ্গের আশঙ্কায় মাঠে ১৪৪ ধারা জারি করে আদেশ দিয়েছে। আমরা ওই খেলার মাঠের বিপরীতে হারাগাছ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত