লোডশেডিং ও দুর্গন্ধ দুর্ভোগে রোগী-স্বজন
‘দিনে বিদ্যুৎ থাকে না, রাতেও থাকে না। ভ্যাপসা গরম আর দুর্গন্ধে রোগী নিয়ে এসে সুস্থ করব কি, আমিই অসুস্থ হয়ে যাচ্ছি। পাখা দিয়ে বাতাস করতে করতে হাত-পায়ের শক্তি হারিয়ে যাচ্ছে। আর শয্যার নিচে দুদিন ধরে নোংরা-ময়লা পানি জমে আছে। এক গ্লাস পানি খেতে গেলেও দুর্গন্ধে বমি আসে।’