সিরাজগঞ্জে শিশু ইমন হত্যা: ৫ আসামির যাবজ্জীবন
সিরাজগঞ্জে বেলকুচিতে চাঞ্চল্যকর শিশু ইমন (৬) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে গোলাম ও আলহাজ্বকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।