Ajker Patrika

পত্রিকার এজেন্টপুত্রকে মারধর: ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২১: ২৬
পত্রিকার এজেন্টপুত্রকে মারধর: ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সিরাজগঞ্জের বেলকুচিতে পত্রিকার এজেন্ট দৌলত মণ্ডলের ছেলে নাবিন মণ্ডলকে মারধরের মামলায় জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। আজ শুক্রবার দুপুরে পিবিআইএর এসপি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রেজাউল ইসলাম বলেন, ‘মামলাটি স্পর্শকাতর বলে অধিকতর গুরুত্ব দিয়ে দীর্ঘ পাঁচ মাস তদন্ত করা হয়েছে। এর মধ্যে আদালতে সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলকুচি আমলি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সোহেল রানা জানান, মণ্ডল গ্রুপের জিএম প্রকৌশলী আমিনুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম মণ্ডল, বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি এএম আকতার হামিদ, বেলকুচি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া নিয়ে নাবিনকে গত বছরের ১০ জুন মারধর করা হয়। পরে এ ঘটনায় মামলা করেন নাবিন। মামলাটি প্রথমে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে মণ্ডল গ্রুপের জিএম প্রকৌশলী আমিনুল ইসলাম, কাউন্সিলরের ছেলে শাহাদত হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি আকতার হামিদের নাম বাদ দেওয়া হয়। 

পরে অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন করেন নাবিন। এরপর আদালত মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। পিবিআই মামলাটি তদন্ত করে গতকাল বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত