দেড় বছর ধরে কালভার্ট ভাঙা, চলাচলে ঝুঁকি
কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের বাটিকামাড়া থেকে উপজেলা পরিষদের সড়কটির শ্রী শ্রী কালী মায়ের মন্দিরের সামনে কালভার্টটি দেড় বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। পাকা রাস্তার ওপর নির্মিত কালভার্টটির অর্ধেকাংশই ভাঙা। যাতায়াতকারীদের সতর্ক করার জন্য ভাঙা অংশে গাছে গুঁড়ি দিয়ে রেখেছেন স্থানীয়রা। যানবাহন চলাচলে ক