কারাগারে সখ্য, মিজানুরের সঙ্গে চলে এল কবুতর
প্রায়ই ভালোবাসার টানে শত শত মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন অনেক তরুণ-তরুণী। তবে এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। তরুণ-তরুণী নয়, ভালোবাসার টানে কয়েক দিন আগে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে চলে এসেছে এক জোড়া কবুতর। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামের মিজানুর রহমানের সঙ্গে।