ঝিনাইদহ প্রতিনিধি
মুরগির বাচ্চা বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতুড়িপেটায় আহত আক্তার আলী (২৫) নামের এক যুবকের ১ মাস চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত ৮ মে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জটাখালি বাজারে হামলার শিকার হয়ে সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবক। আক্তার আলী উপজেলার বেলতলা গ্রামের ইজাল উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা যায়, বেলতলা গ্রামের যুবক আক্তার আলী জোড়াদাহ গ্রামের শাকিবুল ইসলাম চান মিয়ার কাছে কিছু মুরগির বাচ্চা বিক্রি করে। এরপর চান মিয়া টাকা না দিয়ে তাঁকে ঘোরাতে থাকেন। এরপর গত মে মাসের ৮ তারিখ সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে মোবাইলে কল দিয়ে আক্তার আলীকে জটাখালি বাজারে ডেকে নেন চান মিয়া। এরপর সেখানে টাকা নিয়ে একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাঁর হাতুড়ি দিয়ে আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটান। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আক্তারকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় আক্তার আলী।
নিহতের বড় ভাই টিটোন বলেন, ‘চান আমার ভাইকে টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে যায়। এরপর সে ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এরপর আমার ভাইকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি। কিন্তু তাঁকে বাঁচাতে পারিনি। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। যেন আমার ভাইয়ের মতো কাউকে এভাবে মরতে না হয়।’
এ বিষয়ে হরিণাকুণ্ডু জোড়াদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মতিন বলেন, ‘এই ঘটনায় ইতিপূর্বে একটি মামলা হয়েছিল। সেই মামলায় আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত রয়েছে। কিন্তু দুপুরে আক্তার মারা যাওয়ার কারণে তাঁর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মুরগির বাচ্চা বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতুড়িপেটায় আহত আক্তার আলী (২৫) নামের এক যুবকের ১ মাস চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত ৮ মে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জটাখালি বাজারে হামলার শিকার হয়ে সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবক। আক্তার আলী উপজেলার বেলতলা গ্রামের ইজাল উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা যায়, বেলতলা গ্রামের যুবক আক্তার আলী জোড়াদাহ গ্রামের শাকিবুল ইসলাম চান মিয়ার কাছে কিছু মুরগির বাচ্চা বিক্রি করে। এরপর চান মিয়া টাকা না দিয়ে তাঁকে ঘোরাতে থাকেন। এরপর গত মে মাসের ৮ তারিখ সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে মোবাইলে কল দিয়ে আক্তার আলীকে জটাখালি বাজারে ডেকে নেন চান মিয়া। এরপর সেখানে টাকা নিয়ে একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাঁর হাতুড়ি দিয়ে আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটান। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আক্তারকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় আক্তার আলী।
নিহতের বড় ভাই টিটোন বলেন, ‘চান আমার ভাইকে টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে যায়। এরপর সে ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এরপর আমার ভাইকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি। কিন্তু তাঁকে বাঁচাতে পারিনি। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। যেন আমার ভাইয়ের মতো কাউকে এভাবে মরতে না হয়।’
এ বিষয়ে হরিণাকুণ্ডু জোড়াদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মতিন বলেন, ‘এই ঘটনায় ইতিপূর্বে একটি মামলা হয়েছিল। সেই মামলায় আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত রয়েছে। কিন্তু দুপুরে আক্তার মারা যাওয়ার কারণে তাঁর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে