পুলিশ আসতেই বৃষ্টির মধ্যেই দৌড়ে পালালেন বর কনেসহ অতিথিরা
সরকারি নিষেধাজ্ঞার মধ্যে কমিউনিটি সেন্টার ভাড়া করে চলছিল বিয়ের অনুষ্ঠান। পাঁচ-ছয় শ অতিথির উপস্থিতিতে রীতিমতো সাজসাজ রব। কেউ খাচ্ছেন, কেউ–বা আবার উপহার বুঝিয়ে দিয়ে পান চিবোতে চিবোতে খোশগল্পে মত্ত। থেমে নেই আয়া–সুয়োর দলও। শাড়ি লেহেঙ্গার ঝকমারি সাজে বিয়ের আনন্দে উদ্বেল তারা