Ajker Patrika

রাউজানে এনজিওর কিস্তির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা

প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২১, ১২: ৫৫
রাউজানে এনজিওর কিস্তির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে বিভিন্ন এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ সহ্য করতে না পেরে সঞ্জিত বড়ুয়া (৫০) নামে এক দরজি আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নতুনহাট ফতেনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সঞ্জিত বড়ুয়া ওই এলাকার মৃত হীরেন্দ্রলাল বড়ুয়ার ছেলে।

মৃত সঞ্জিত বড়ুয়ার ভাতিজা শুভ বলেন, তিনি বিভিন্ন এনজিও (গ্রামীণ ব্যাংক, প্রত্যাশা ব্যাংকসহ আরও অনেক এনজিও) থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা দিয়েই তিনি দরজির দোকান দেন। প্রথম দিকে ব্যবসা ভালোই চলছিল। তবে এক বছর ধরে করোনার লকডাউনে ব্যবসায় মন্দা যায়। এ কারণে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। হঠাৎ সবার অজান্তে বাড়িতে তিনি বিষ খেয়ে ফেলেন।

এই বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, গ্রামীণ ব্যাংকসহ কিছু ব্যাংকের ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে তিনি বিষ পান করেছেন বলে জানিয়েছেন হাসপাতালে আসা স্বজনেরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত