বাবুগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি, ইউএনও বললেন নম্বর ক্লোন
ইউএনও মো. আমীনুল ইসলামের সরকারি মুঠোফোন থেকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের নম্বরে ফোন করে ৫ হাজার টাকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে ইউএনও বলছেন, অন্য কেউ নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে।