মারবেল শুধু খেলা নয়, মেলাও
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় মারবেল মেলার। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিবছর পৌষসংক্রান্তিতে বসে ওই মেলা। এরই ধারাবাহিকতায় গত রোববার মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির দাবি, মারবেল মেলার এই ঐতিহ্য ২৪৩ বছরের পুরোনো।