Ajker Patrika

বিএনপির কমিটিতে নাম থাকায় ২ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বিএনপির কমিটিতে নাম থাকায় ২ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির কমিটিতে নাম থাকায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ২৩ আগস্ট ঘোষিত ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে গৈলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির তালুকদারকে ২৪ নম্বর সদস্য এবং রত্নপুর ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাসকে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক পদে রাখা হয়। এ কারণে আওয়ামী লীগ থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত ২৩ আগস্ট আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, গৈলা ও রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্যসচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না ওই কমিটি অনুমোদন দেন।

এদিকে এ ঘটনায় গতকাল শনিবার গৈলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মনির তালুকদার ও রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রবীণ নেতা সুরেশ বিশ্বাস লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২৩ আগস্ট ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটিতে তাঁদের নাম ব্যবহার করায় তাঁরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস আরও বলেন, ‘আমরা পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির কমিটিতে আমাদের নাম প্রকাশ হওয়ায় বিবৃতির মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি। এরপরও কী কারণে আওয়ামী লীগ থেকে আমাদের বহিষ্কার করা হয়েছে, বুঝতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, দলে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার বলেন, আওয়ামী লীগের কোনো লোকের নাম বিএনপির কমিটিতে এসে থাকলে খোঁজ নিয়ে তা সংশোধন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত