আজকের পত্রিকা ডেস্ক
চীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি এক মাসে আগের মাসের তুলনায় ৭ গুণ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার পর এই প্রবৃদ্ধি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ রোববার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চীনের বিরল মৃত্তিকা রপ্তানি জুনে মে মাসের স্তরের ৭ গুণেরও বেশি বেড়েছে। চীন-মার্কিন বাণিজ্য চুক্তির পর বৈদ্যুতিক যান এবং এয়ার টারবাইনের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রবাহে এটি বড় ধরনের প্রবৃদ্ধি।
চীন জানিয়েছে, বিশ্বের বৃহত্তম বিরল মৃত্তিকা চুম্বক উৎপাদনকারী দেশ থেকে যুক্তরাষ্ট্রে বহির্গামী চালান জুনে ৩৫৩ মেট্রিক টনে পৌঁছেছে, যা মে মাসের তুলনায় ৬৬০ শতাংশ বেশি।
এর আগে, গত জুন মাসে যুক্তরাষ্ট্র বিরল মৃত্তিকা খনিজ এবং চুম্বকের চালান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে চিপ প্রস্তুতকারক এনভিডিয়া চীনে তার এইচ ২০ এআই চিপ বিক্রি পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে।
চীন বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা চুম্বকের ৯০ শতাংশের বেশি একা সরবরাহ করে। দেশটি এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রতিশোধ হিসেবে বেশ কয়েকটি বিরল মৃত্তিকা পণ্য রপ্তানি নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল।
ফলে, রপ্তানি লাইসেন্স পেতে দীর্ঘ সময় লাগার কারণে এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রে চীনা এই পণ্যের চালানে ব্যাপক পতন ঘটে, যা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে এবং চীনের বাইরের কিছু গাড়ি নির্মাতাকে বিরল মৃত্তিকার অভাবে আংশিক উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।
গত মাসে চীন বিশ্বব্যাপী ৩ হাজার ১৮৮ টন বিরল মৃত্তিকা স্থায়ী চুম্বক রপ্তানি করেছে, যা মে মাসের ১ হাজার ২৩৮ টনের তুলনায় থেকে ১৫৭ দশমিক ৫ শতাংশ বেশি। যদিও জুনের পরিমাণ এখনো ২০২৪ সালের একই মাসের তুলনায় ৩৮ দশমিক ১ শতাংশ কম।
বিশ্লেষকেরা জানিয়েছেন, জুনে আরও বেশি রপ্তানিকারক লাইসেন্স পাওয়ায় জুলাই মাসে চুম্বকের চালান আরও বাড়তে পারে। ২০২৫ সালের প্রথমার্ধে চীনের বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি বছরে ১৮ দশমিক ৯ শতাংশ কমে ২২ হাজার ৩১৯ টনে দাঁড়িয়েছে।
চীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি এক মাসে আগের মাসের তুলনায় ৭ গুণ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার পর এই প্রবৃদ্ধি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ রোববার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চীনের বিরল মৃত্তিকা রপ্তানি জুনে মে মাসের স্তরের ৭ গুণেরও বেশি বেড়েছে। চীন-মার্কিন বাণিজ্য চুক্তির পর বৈদ্যুতিক যান এবং এয়ার টারবাইনের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রবাহে এটি বড় ধরনের প্রবৃদ্ধি।
চীন জানিয়েছে, বিশ্বের বৃহত্তম বিরল মৃত্তিকা চুম্বক উৎপাদনকারী দেশ থেকে যুক্তরাষ্ট্রে বহির্গামী চালান জুনে ৩৫৩ মেট্রিক টনে পৌঁছেছে, যা মে মাসের তুলনায় ৬৬০ শতাংশ বেশি।
এর আগে, গত জুন মাসে যুক্তরাষ্ট্র বিরল মৃত্তিকা খনিজ এবং চুম্বকের চালান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে চিপ প্রস্তুতকারক এনভিডিয়া চীনে তার এইচ ২০ এআই চিপ বিক্রি পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে।
চীন বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা চুম্বকের ৯০ শতাংশের বেশি একা সরবরাহ করে। দেশটি এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রতিশোধ হিসেবে বেশ কয়েকটি বিরল মৃত্তিকা পণ্য রপ্তানি নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল।
ফলে, রপ্তানি লাইসেন্স পেতে দীর্ঘ সময় লাগার কারণে এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রে চীনা এই পণ্যের চালানে ব্যাপক পতন ঘটে, যা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে এবং চীনের বাইরের কিছু গাড়ি নির্মাতাকে বিরল মৃত্তিকার অভাবে আংশিক উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।
গত মাসে চীন বিশ্বব্যাপী ৩ হাজার ১৮৮ টন বিরল মৃত্তিকা স্থায়ী চুম্বক রপ্তানি করেছে, যা মে মাসের ১ হাজার ২৩৮ টনের তুলনায় থেকে ১৫৭ দশমিক ৫ শতাংশ বেশি। যদিও জুনের পরিমাণ এখনো ২০২৪ সালের একই মাসের তুলনায় ৩৮ দশমিক ১ শতাংশ কম।
বিশ্লেষকেরা জানিয়েছেন, জুনে আরও বেশি রপ্তানিকারক লাইসেন্স পাওয়ায় জুলাই মাসে চুম্বকের চালান আরও বাড়তে পারে। ২০২৫ সালের প্রথমার্ধে চীনের বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি বছরে ১৮ দশমিক ৯ শতাংশ কমে ২২ হাজার ৩১৯ টনে দাঁড়িয়েছে।
উপদেষ্টা বলেন, প্রায় ১০০ কোটি টাকার ফান্ড দিয়ে জেডিপিসির মাধ্যমে প্রায় ১ হাজার ৬ জন উদ্যোক্তার অন্তর্ভুক্তির মাধ্যমে চেষ্টা করছি বাজারে পাটের একটা সাংস্কৃতিক পরিবর্তন আনতে। পাটের স্কয়ার মিটার, মাইলেজের পরিধি বাড়াতে গবেষণার দরকার। র্যাপিং (মোড়ক) উপকরণ হিসেবে বিশ্বব্যাপী পাটের বিশাল বাজার আছে।
৩৩ মিনিট আগেসিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং মেটলাইফ বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের নির্দিষ্ট গ্রাহকেরা উপভোগ করতে পারবেন সিঙ্গার বাংলাদেশের নির্বাচিত পণ্যের ওপর বিশেষ ছাড় এবং এক্সক্লুসিভ সুবিধা।
৪ ঘণ্টা আগেদেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া...
১৯ ঘণ্টা আগেসাতক্ষীরার উপকূল এখন সফটশেল কাঁকড়ার চাষে সরব। বছরজুড়ে বাড়ছে কাঁকড়া চাষ এবং রপ্তানি হচ্ছে বিদেশে। অল্প জমিতে স্বল্প বিনিয়োগে লাভবান হওয়া যায় বলে প্রান্তিক চাষিদের মধ্যে এ খাতের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। মূলত বাগদা চিংড়ি চাষে ঘন ঘন ক্ষতির মুখে পড়ে অনেকেই এখন কাঁকড়ার ঘেরে ঝুঁকছেন।
১৯ ঘণ্টা আগে