Ajker Patrika

পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান

কঠোর লকডাউনের মধ্যেও দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কর্মদিবসের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ পয়েন্টে উঠে এসেছে। যা ২০১৮ সালের ৭ জানুয়ারির পর ডিএসইতে সর্বোচ্চ সূচক। ২০১৮ সালের ৭ জানুয়ারি এ সূচক ৬ হাজার ২৬৮ পয়েন্টে উঠেছিল।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনে চার দিন লেনদেন বন্ধ থাকার পর সোমবার লেনদেনে পুঁজিবাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকা।

আর টানা চার দিন বন্ধ থাকার পর কঠোর বিধিনিষেধের মধ্যে মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকায় ব্যাংকের সঙ্গে সমন্বয় করে সপ্তাহে চার দিন পুঁজিবাজারেও লেনদেনও চালু রয়েছে।

সোমবার ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ্ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩ টির, দাম কমেছে ১১৯ টির এবং ১১টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।

সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২৪০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনকৃত ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০৩ টির, দাম বেড়েছে, দাম কমেছে ৭৬ টির এবং ১৭ টির দাম অপরিবর্তিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত