Ajker Patrika

শব্দদূষণ নিয়ন্ত্রণে মোহাম্মদপুরে পরিবেশ অধিদপ্তরের ক্যাম্পেইন

শব্দদূষণ নিয়ন্ত্রণে মোহাম্মদপুরে পরিবেশ অধিদপ্তরের ক্যাম্পেইন

পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে শব্দদূষণের ফলে কী কী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় কী কী শাস্তির বিধান রয়েছে এ রকম বিভিন্ন তথ্যসংবলিত প্রচারপত্র পথচারী ও চালকদের মধ্যে বিতরণ করা হয়। সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগান সংবলিত স্টিকার লাগানো হয়। ক্যাম্পেইন চলার সময়ে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

নো হর্ন, শব্দদূষণ শ্রবণ শক্তি নষ্ট করে, শব্দদূষণ বহুবিধ স্বাস্থ্য ঝুঁকির কারণ ও আসুন, অযথা হর্ন না বাজাই এ ধরনের বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান। 

শব্দদূষণ নিয়ন্ত্রণে সারা দেশেই এই ধরনের ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত আছে উল্লেখ করে আয়োজকদের পক্ষ থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

ক্যাম্পেইনে রায়ের বাজার উচ্চবিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ছায়াতল বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত