নিজস্ব প্রতিবেদক
এমিরেটস এয়ারলাইনসের যাত্রীরা এখন থেকে সারা বছর দুবাইয়ে ‘মাই এমিরেটস পাস’-এর অধীনে আকর্ষণীয় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে রয়েছে ছয় শতাধিক অফার।
দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী যাত্রীরা বিভিন্ন খাবার ও শপিং আউটলেটে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়া অবকাশ যাপন ও বিলাসবহুল স্পা কেন্দ্রগুলোতেও বিশেষ মূল্যছাড় অফার করা হবে।
মাই এমিরেটস পাসের সুবিধা পেতে হলে যাত্রীদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। অনলাইনে চেকইনকারীদের বোর্ডিং পাসটি ডাউনলোড করে দুবাইয়ে অবতরণের আগেই একটি স্ক্রিনশট রেখে দিতে হবে। কারণ পরবর্তীতে এটি আর পাওয়া যাবে না।
এমিরেটস এয়ারলাইন এরই মধ্যে বিশেষ গ্রীষ্মকালীন অফারগুলো ঘোষণা করেছে। এই অফার ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর কার্যকর থাকবে। এ সময় গ্রাহকেরা দুবাই সামার সারপ্রাইজের অবিশ্বাস্য অফারগুলো নেওয়ার সুযোগ পাবেন। ২৭ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ‘সামার সারপ্রাইজ’ থাকবে। বিলাসবহুল কেনাকাটা, অতি আকর্ষণীয় বিনোদন ও ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতার জন্য এই অফার বিশেষভাবে জনপ্রিয়।
বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইনস। যাত্রীরা ভায়া দুবাই ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।
এমিরেটস এয়ারলাইনসের যাত্রীরা এখন থেকে সারা বছর দুবাইয়ে ‘মাই এমিরেটস পাস’-এর অধীনে আকর্ষণীয় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে রয়েছে ছয় শতাধিক অফার।
দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী যাত্রীরা বিভিন্ন খাবার ও শপিং আউটলেটে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়া অবকাশ যাপন ও বিলাসবহুল স্পা কেন্দ্রগুলোতেও বিশেষ মূল্যছাড় অফার করা হবে।
মাই এমিরেটস পাসের সুবিধা পেতে হলে যাত্রীদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। অনলাইনে চেকইনকারীদের বোর্ডিং পাসটি ডাউনলোড করে দুবাইয়ে অবতরণের আগেই একটি স্ক্রিনশট রেখে দিতে হবে। কারণ পরবর্তীতে এটি আর পাওয়া যাবে না।
এমিরেটস এয়ারলাইন এরই মধ্যে বিশেষ গ্রীষ্মকালীন অফারগুলো ঘোষণা করেছে। এই অফার ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর কার্যকর থাকবে। এ সময় গ্রাহকেরা দুবাই সামার সারপ্রাইজের অবিশ্বাস্য অফারগুলো নেওয়ার সুযোগ পাবেন। ২৭ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ‘সামার সারপ্রাইজ’ থাকবে। বিলাসবহুল কেনাকাটা, অতি আকর্ষণীয় বিনোদন ও ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতার জন্য এই অফার বিশেষভাবে জনপ্রিয়।
বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইনস। যাত্রীরা ভায়া দুবাই ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।
সব ধরনের শিল্প ও কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম গড়ে প্রায় ৩৩ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ধুঁকতে থাকা পুরোনো শিল্পকারখানা যেমন চাপে পড়বে, তেমনি পিছু হঠতে পারে নতুন বিনিয়োগকারীও। কারণ কমিশন মনে করে, যাদের এই দামে গ্যাস কিনে শিল্প করা পোষাবে, তারা বিনিয়োগ করবে।
২ ঘণ্টা আগেবার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে লভ্যাংশের টাকা তিন মাস অলস পড়ে থাকায় কোম্পানির চলতি মূলধন সংকুচিত হয়—এ সমস্যা দূর করতে নতুন নিয়ম আনছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এখন থেকে কোম্পানিগুলো ঘোষণার পরপরই লভ্যাংশের টাকা ব্যবহার করতে পারবে। তবে এজিএমের ঠিক এক দিন আগে তা আলাদা ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
৩ ঘণ্টা আগেজাপানে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এর। গতকাল রোববার ওসাকায় শুরু হওয়া এক্সপোতে ১৬০টি দেশ ও অঞ্চল অংশ নিচ্ছে, প্রদর্শন করছে তাদের প্রযুক্তি, সংস্কৃতি ও খাদ্যবৈচিত্র্য। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত চলবে এ মেলা। আয়োজক জাপানের আশা, এই মেলা বৈশ্বিক অস্থিরতার মধ্যে নতুন করে আশার সঞ্চার কর
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কসহ বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট জটিলতা দূর করতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা আসন্ন বাজেট যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে