Ajker Patrika

৪ ক্যাটাগরিতে ‘ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল ইবিএল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ১৩
৪ ক্যাটাগরিতে ‘ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল ইবিএল

চার ক্যাটাগরিতে ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘ক্যাশ লেস ও স্মার্ট বাংলাদেশ অভিমুখে যাত্রা ২০২৩’ শীর্ষক ভিসা লিডারশিপ কনক্লেভে এই পুরস্কার দেওয়া হয়।

ই-কমার্স একোয়ারিং, সাইবার সোর্স পেমেন্ট গেটওয়ে, কো-ব্র্যান্ড কার্ড এবং ক্রসবর্ডার পেমেন্টের ক্ষেত্রে এক্সিলেন্স অর্জনের স্বীকৃতিস্বরূপ ইবিএলকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফিতেখারের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

এ বিষয়ে আলী রেজা ইফতেখার বলেন, ‘ব্যাংকিং ও আর্থিক সেবার ক্ষেত্রে এক্সিলেন্স অর্জনে আমাদের অঙ্গীকার স্বীকৃত হয়েছে এই ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে। একই সঙ্গে এই শিল্পে নেতৃস্থানীয় হিসেবে আমাদের স্থান আরও সুদৃঢ় হল।’

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইবিএলের পক্ষ থেকে অন্যদের মধ্যে অনুষ্ঠানে যোগ দেন উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং হেড অব কার্ডস তাসনীম হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত